বার্সেলোনার হয়ে দুরন্ত শুরু করেছেন মার্কাস রাশফোর্ড। ইউরোপ সেরার লড়াইয়ে ইংল্যান্ডের মাটিতেই কাতালানদের হয়ে ইংলিশ সমর্থকদের হতভম্ব করেছেন। জোড়া গোল করে বার্সায় নিজের অভিষেকটা রাঙিয়েছেন এ ইংলিশ ফরোয়ার্ড। আর সেই সুবাদে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করেছে বার্সেলোনা। তারকাখচিত দলটিতে খেলতে পেরে দারুণ রোমাঞ্চিত ও ভালো করতে প্রেরণা বোধ করছেন রাশফোর্ড। এখন তার চোখে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের স্বপ্ন। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসের সঙ্গে আলাপকালে র্যাশফোর্ড জানান, ‘চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার লক্ষ্য শিরোপা জয়। আমাদের মাথায় অন্য কিছু নেই। প্রতিযোগিতাটি কত কঠিন, সেটা আমরা জানি।’ তারকাখচিত বার্সায় প্রথম ম্যাচ খেলতে নেমে একটা কীর্তিও গড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে খেলতে আসা রাশফোর্ড। হ্যারি কেনের পর দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের বাইরের হয়ে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের বিপক্ষে জোড়া গোল করলেন তিনি।
অথচ ম্যানইউর ঘরের ছেলে রাশফোর্ড। আট বছর বয়সে যোগ দেন রেকর্ড প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী ক্লাবটির একাডেমিতে। ২০১৬ সালে যোগ দেন মূল দলে। সেই থেকে ইউনাইটেডই ছিল তার ঠিকানা। অথচ তিনি এখন স্বপ্ন দেখছেন বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগের ট্রফি জেতার। তাই ম্যানইউ এবং ইংলিশ সমর্থকরা এখন হাত কামড়াতেই পারে। কেননা গত জুলাইয়ে দলটি তাকে বার্সেলোনায় পাঠিয়েছিল ধারে খেলার জন্য। আরেক ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ১০ জনের নাপোলিকে ২-০ গোলে হারিয়ে নতুন অভিযান শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ দলটিকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি সিরিএ চ্যাম্পিয়নরা। সিটির হয়ে আর্লিং হলান্ডের পর গোল করেন জেরেমি ডোকু। এদিন চ্যাম্পিয়নস লিগে ৪৯ ম্যাচে দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়েন নরওয়েজিয়ান স্ট্রাইকার হলান্ড।