অপরাজিত থেকে আগামীকাল সুপার ফোরের ম্যাচে ভারত লড়বে পাকিস্তানের বিপক্ষে। গতকাল আবুধাবিতে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ পর্বের নিয়মরক্ষার ম্যাচে ২১ রানে ওমানকে পরাজিত করেছে ভারত। হারলেও ওমানের প্রাপ্তি একেবারে কম নয়। তারা ভারতের আট ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছে। তবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বলেই সেরা একাদশে রদবদল করে ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে ভারত যেভাবে খেলছিল, তাতে মনে হচ্ছিল অনায়াসে ২০০ ছাড়িয়ে যাবে। ১২ রান কম করেছে। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করেছিল। ৪৫ বলে তিন চার ও তিন ছক্কায় সঞ্জু স্যামসন সর্বোচ্চ ৫৬ রান করেন। ওমান ম্যাচ হারলেও বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে দারুণ লড়াই করেছে। নির্ধারিত ২০ ওভার খেলে তারা ৪ উইকেটে ১৬৭ রান তুলেছিল। দুই ব্যাটার হাফ সেঞ্চুরি করেন। আমির কলিম ৪২ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন। মির্জা ৩৩ বলে ৫১ রান করে আউট হন। ব্যাট ও বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এ হারে ওমানের লজ্জার কিছু নেই।