গোয়াইনঘাটের পিয়াইন নদীতে দিনভর অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। শনিবার সারাদিন চলে এই অভিযানে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে দু’জনকে আটক ও দুইটি নৌকা ডুবিয়ে দেওয়া হয়।
জানা যায়, গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদীবেষ্টিত হাজীপুর বালুমহাল একাধিক বার টেন্ডার প্রক্রিয়া হলেও উপযুক্ত মূল্য না পাওয়ায় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি জেলা প্রশাসনের রাজস্ব বিভাগ। কিন্তু সাম্প্রতিক কালে এ নদীতে বালু উত্তোলনের খবর চাউর হলে নড়েচড়ে বসে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। দফায় দফায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় নদীটির লাটি সীমানা থেকে হাজীপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, এ মহাল ইজারা প্রদান করা হয়নি। এখানে বালু ক্রয়-বিক্রয় উত্তোলনসহ সব প্রক্রিয়া নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।
অভিযানে আরও অংশ নেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম, গোয়াইনঘাট থানার পরিদর্শক তরিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/আরাফাত