ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স ৪০। খেলার পাশাপাশি ধরে রেখেছেন ফিটনেস ও তারুণে ভরা আকর্ষণীয় চেহারা। ৪০-এ এসেও রোনালদো কীভাবে এ চেহারা ধরে রেখেছেন সে রহস্য এখনো অজানা। তবে সম্প্রতি এ তারকার চেহারার রহস্য জানালেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্লাস্টিক সার্জন ড. ইলি লেভিন। ক্যারিয়ারে অসংখ্য নামিদামি মানুষের প্লাস্টিক সার্জারি করলেও এ তালিকায় নেই রোনালদো। লেভিনের মতে, নাকের আকার সুন্দর করতে রাইনোপ্লাস্টি করিয়েছেন তিনি। যা নাকের হাড় ভেঙে নতুন করে সাজানো হয়।
পাশাপাশি মাড়ির আকারও ছোট করেছেন। যেন হাসলে দাঁত আরও সুন্দর দেখায়।