অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই পরাজিত হয়েছেন অর্পিতা বিশ্বাসরা। গতকাল ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিঠাঙ স্টেডিয়ামে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এ পরাজয়ে ডাবল রাউন্ড রবিন পর্বে শীর্ষস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়ল মাহবুবুর রহমানের শিষ্যদের।
স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে লাল-সবুজের মেয়েরা আসর শুরু করেছিল ভালোভাবেই। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৭-০ গোলে উড়িয়ে শক্তিমত্তার প্রমাণ দিয়েছিল ভারতীয় মেয়েরা। গতকাল বাংলাদেশের বিপক্ষেও নিজেদের প্রমাণ করেছে ভারত। গতকাল ম্যাচের ১৪ মিনিটেই ভারতকে এগিয়ে দেয় পার্ল ফার্নান্দেস। ডিফেন্ডারদের কাটিয়ে বক্সের ভিতর ঢুকে ভারতের পার্ল ফার্নান্দেজ জোরালো শট নেন। গোলরক্ষক ইয়ারজান দুই হাত দিয়ে ঠেকাতে চাইলেও পরাস্ত হন গতির কাছে। হাত ফসকে বল জালে জড়ায়। এরপর বাংলাদেশ সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। ভারতীয় ডিফেন্স লাইনের দক্ষতার কাছে বার বারই ফরোয়ার্ড লাইন ব্যর্থ হচ্ছিল। মিডফিল্ডেও ছিল ভারতের আধিপত্য। ৭৬ মিনিটে বাংলাদেশ দ্বিতীয় গোল হজম করে। কর্নার থেকে উড়ে আসা বল কিছুটা লাফিয়ে পায়ের এক স্পর্শে বাংলাদেশের জালে জড়ান ভারতের বোনিফিলিয়া শুল্লাই। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি অর্পিতা বিশ্বাসের দল।
গতকাল ম্যাচে দাপট দেখিয়েছে ভারত। এর কারণ হিসেবে নিজেদের রক্ষণভাগ ও মিডফিল্ডের দুর্বলতার কথা বললেন বাংলাদেশের কোচ মাহবুবুর রহমান। তিনি ম্যাচের পর বলেছেন, ‘আমরা ডিফেন্সে ও মিডফিল্ডে ভালো খেলতে পারিনি। এরই সুযোগ নিয়েছে প্রতিপক্ষ। এ ম্যাচে আমাদের বেশ কিছু দুর্বলতা ধরা পড়েছে। সামনের ম্যাচের আগেই আমরা সেগুলো ঠিক করতে চাই। আশা করছি পরের ম্যাচেই জয়ে ফিরতে পারব।’ গতকালের ম্যাচে বাংলাদেশের কোচ হলুদ কার্ড দেখেছেন। ম্যাচের ১০ মিনিটে গোলরক্ষক ইয়ারজান গোলকিক নেওয়ার সময় পা পেনাল্টি বক্সের বাইরে চলে আসে। যা নিয়ে শুরু হয় বিতর্ক। এ সময়ই হলুদ কার্ড দেখেন মাহবুবুর রহমান। বাংলাদেশ কাল ভুটানের মুখোমুখি হবে। ডাবল রাউন্ড রবিন টুর্নামেন্ট হওয়ায় এখনো শীর্ষস্থান অর্জন করার সুযোগ আছে বাংলাদেশের।