এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের দলে স্থান পেয়েছেন নুরুল হাসান সোহান। গতকাল এক বিজ্ঞপ্তিতে লিটন কুমার দাসের নেতৃত্বে এশিয়া কাপ এবং আসন্ন নেদারল্যান্ডস সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিবি।
নুরুল হাসান সোহান সর্বশেষ জাতীয় দলের জার্সিতে টি-২০ ম্যাচ খেলেছেন ২০২২ সালের নভেম্বরে। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে শূন্য রানে আউট হন তিনি। এরপর থেকে তিন বছর ধরেই টি-২০ ক্রিকেটে জাতীয় দলের বাইরে তিনি। এরপর ২০২৩ সালে ওয়ানডে ও টেস্ট খেলেছেন তিনি। বর্তমানে নুরুল হাসান সোহান খেলছেন বাংলাদেশ এ দলের অধিনায়ক হিসেবে। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড সিরিজে গত কয়েক ম্যাচে ৩০-ঊর্ধ্ব দুটি ইনিংস খেলেছেন। উইকেটের পেছনে দাঁড়িয়েও ক্যাচ লুফেছেন বেশ কয়েকটি। সোহান ছাড়া বাকি ১৫ জন জাতীয় দলের নিয়মিত সদস্য। বোলিং আক্রমণে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলামরা। এ ছাড়া ব্যাটে বলে দলে ভূমিকা রাখতে পারবেন শেখ মেহেদি, নাসুম আহমেদ, সাইফউদ্দিনরা। ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে অধিনায়ক লিটনসহ আছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, নুরুল হাসান সোহানরা। এ ছাড়া স্ট্যান্ড বাই হিসেবে থাকছেন সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তানভির ইসলাম এবং হাসান মাহমুদ। বাংলাদেশ সিলেটে আগামী ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর তিনটি টি-২০ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের বিপক্ষে। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে এই দ্বিপক্ষীয় সিরিজ খেলবেন লিটন দাসরা।
টি-২০ ফরম্যাটে অনুষ্ঠেয় এবারের এশিয়া কাপ আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাত। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, হংকং এবং শ্রীলঙ্কা। অন্তত দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে এশিয়া কাপের সুপার ফোর খেলতে হলে।
বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন।
স্ট্যান্ড বাই : সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তানভির ইসলাম ও হাসান মাহমুদ।