বিশ্ব ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ছয়বারের শিরোপাধারী তারা। অথচ সময়টা ভালো যাচ্ছে না তাদের। সবশেষ শিরোপা জয়ের পর চ্যাম্পিয়নের মতো খেলতে পারছে না দলটি। শেষ সাত ওয়ানডের ছয়টিতেই হেরেছে ২০২৭ বিশ্বকাপে চোখ রাখা নতুন দল গঠনের পথে হাঁটা অসিরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে সেই হারের বৃত্তে দলটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিল সিরিজ বাঁচাতে। কিন্তু পারল না তারা। ম্যাকেতে প্রোটিয়ারা জিতেছে ৮৪ রানে। আগের ম্যাচে ৯৮ রানের জয় পেয়েছিল এইডেন মার্করামের দল। ফলে তিন ম্যাচ সিরিজ এক ওয়ানডে হাতে রেখেই নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয়ের কীর্তি গড়ল প্রোটিয়ারা। অসিদের বিপক্ষে ১০ সিরিজের এটি অষ্টম জয়। অস্ট্রেলিয়া সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছিল ২০১৪-১৫ মৌসুমে। তারপর প্রোটিয়াদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে আর জয় পায়নি অসিরা।
ম্যাকেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে ২৭৭ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ব্রিটজকে সর্বোচ্চ ৭৮ বলে ৮৮ রান করেন। মারেন ৮ চার ও ২ ছক্কা। স্টাবস খেলেন ৮৭ বলে ৭৪ রানের ইনিংস। জবাবে ৩৭.৪ ওভারে ১৯৩ রানে গুটিয়ে গেছে মিচেল মার্শের অস্ট্রেলিয়া। এনগিডির বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি অসি ব্যাটাররা। ৪২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এনগিডি। ৬৯ ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেটের স্বাদ পেলেন এ প্রোটিয়া পেসার।
অস্ট্রেলিয়া সবশেষ আট ম্যাচে কেবল একটিতে জয়ের স্বাদ পেয়েছে। এ নিয়ে সিরিজ হারল তারা টানা তিনটি।