জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে গতকাল জয় পেয়েছে পঞ্চগড়, গোপালগঞ্জ, জামালপুর ও ঢাকা। পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথম ম্যাচে পঞ্চগড় ৩৪-১১ গোলে হারিয়েছে নড়াইলকে। প্রথমার্ধে ১৯-৫ গোলে এগিয়ে ছিল পঞ্চগড়। অন্য ম্যাচে গোপালগঞ্জ ২৪-১৫ গোলে বগুড়াকে হারিয়েছে। প্রথমার্ধে বগুড়া ১১-১০ গোলে এগিয়ে ছিল। জামালপুর ২০-১২ গোলে নওগাঁকে হারিয়েছে। প্রথমার্ধে ১২-৫ গোলে এগিয়ে ছিল জামালপুর। পরের ম্যাচে ঢাকা ২৬-১২ গোলে হারিয়েছে যশোরকে। প্রথমার্ধে ঢাকা ১৫-৪ গোলে এগিয়ে ছিল। প্রথম পর্বের দুই গ্রুপ চ্যাম্পিয়ন আনসার ও পুলিশ এবং দ্বিতীয় পর্বের দুই গ্রুপ চ্যাম্পিয়ন পঞ্চগড় ও ঢাকাকে নিয়ে কাল সেমিফাইনালের লড়াই অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ফাইনাল ২৫ আগস্ট।
জাতীয় নারী হ্যান্ডবলের পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।