সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের ইনিংসের শুরুতে ইনজুরিতে পড়েন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। পাকিস্তানের ইনিংসের বোলিংয়ের সময় দ্বিতীয় ওভারের তৃতীয় বলে গ্রোইংয়ে টান পড়ে। এরপর পুরো ম্যাচে আর বোলিং করতে পারেননি। সিরিজের তৃতীয় ম্যাচে আজ খেলতে পারবেন না। গ্রোইনে টান পড়ায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে শরিফুলকে। বাঁ-হাতি পেসারকে ছাড়াই বাংলাদেশ আজ সিরিজের শেষ ম্যাচে খেলতে নামছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টানা দুই ম্যাচ জিতে এর মধ্যে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। আজ তৃতীয় ম্যাচ লিটনদের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের কাছে দুটি করে ৪ ম্যাচ হেরে র্যাংকিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের। পয়েন্ট হারিয়ে ৯ থেকে ১০ নম্বরে নেমে গেছে। শুধু টি-২০ র্যাংকিং নয়, টেস্ট ও ওয়ানডেতেও অবনমন হয়েছে টাইগারদের। প্রথম টি-২০ ম্যাচে পাকিস্তানের ৬ উইকেটে ২০১ রানের জবাবে ৩৭ রানে হেরে গেছে লিটন বাহিনী। দ্বিতীয় ম্যাচে হার মানে ৫৭ রানে। প্রথম ম্যাচে লিটন বাহিনী ব্যাটাররা লড়াই করার চেষ্টা করেছেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ২০১ রানের জবাবে লিটন বাহিনী ১৪৪ রানে গুটিয়ে যায়। এই রানটিও করতে পারত না, যদি না ৯ নম্বরে তানজিদ সাকিব ৫০ রানের ইনিংসটি না খেলতেন। পেসার তানজিদ সাকিব ৩১ বলের ইনিংসে একটি চার ও ৫টি ছক্কা মারেন। সিরিজ হেরে আগের ম্যাচের মতো দোষ খুঁজেছেন দলের। টাইগার অধিনায়ক লিটন শরিফুলের ইনজুরিকে ম্যাচ হারের মোমেন্টাম বলেন, ‘আমার মতে, যখন শরিফুল চোটে পড়ল, মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে গেছে। কারণ আমরা জানি, বোলিংয়ে আমাদের ঘাটতি আছে।’ ২০২ রানের ১৯ ওভারে অলআউট হয়ে যায়। তানজিম সাকিব ছাড়া বাঁ-হাতি ওপেনার তানজিম তামিম ৩৩ ও মেহেদি হাসান মিরাজ ২৩ রান করেন। ১৪৪ রানে অলআউট হওয়ার পর বলেন, ‘তবু আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। এই উইকেটে ২০০ রান... আমি যে কোনো (রান তাড়ার জন্য) ব্যাটিং করতে চাইব। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটি করতে পারিনি।’ লিটন দ্বিতীয়বার অধিনায়ক হওয়ার পর টানা চারটি ম্যাচ হেরেছেন লিটন। শারজাহতে প্রথম টি-২০ ম্যাচে আমিরাতকে হারানোর পরের দুটি হেরে যায়। এরপর পাকিস্তানের কাছে হেরে যায় টানা দুই ম্যাচ। আজ হারলে হোয়াইটওয়াশ হবে। ম্যাচটিতে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর টাইগার অধিনায়ক, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’
শিরোনাম
- চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা : মোস্তফা জামাল
- গাইবান্ধায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ
- বগুড়ায় ইসলামিক স্টাডিজ গ্রুপের বার্ষিক সাধারণ সভা
- বগুড়ায় হত্যাচেষ্টা মামলার সাক্ষীকে কুপিয়ে জখম
- সাদুল্লাপুরে ধর্ষককে গ্রেফতারসহ মিথ্যা মামলা প্রতাহারের দাবি
- বগুড়া লেখক চক্রের আলোচনা সভা
- গাজীপুরে বিয়ের অনুষ্ঠান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
- বাংলাদেশ শিক্ষক সমিতির শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সংলাপের নামে নাটক করছেন প্রধান উপদেষ্টা: কাজী মামুন
- এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোর জাতীয়করণের দাবি
- বিএনপি সবসময়ই জনস্বাস্থ্য ও মানবিক দায়িত্ব পালনে জনগণের পাশে থাকবে : নবীউল্লাহ নবী
- প্রাণে বেঁচে যাওয়া শামুকখোল ও নিশি বকের ঠাঁই হল বনবিভাগে
- বগুড়ায় সরকারি সড়কে বাঁশের খুঁটি পুতে দখলের চেষ্টা
- চাঁদপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৮৬
- কুড়িগ্রামে ট্রাক-ট্যাংকলড়ি-কাভার্ডভ্যান-ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভা
- রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিবেশকে আনতে হবে : সৈয়দা রিজওয়ানা
- এলাকাবাসীর চাপে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার ৭ জনের
- ওয়াকফ এস্টেটগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে : ধর্ম উপদেষ্টা
- এক বিয়ের বরযাত্রীরা খেয়ে ফেলল অন্য বিয়ের খাবার
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা : মোস্তফা জামাল
২২ সেকেন্ড আগে | রাজনীতি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে কুয়ালালামপুরে হাজারো মানুষের বিক্ষোভ
১৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম