ইংলিশ প্রিমিয়ার লিগে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা খেলছেন বিভিন্ন ক্লাবে। হামজা দেওয়ান চৌধুরী প্রিমিয়ার ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন। তার দেখানো পথে আরও এক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ চুক্তি করেছেন প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের সঙ্গে। এতদিন তিনি ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলেছেন। এখন খেলবেন সিনিয়র দলে। তার বাবা ও মা দুজনই বাংলাদেশি। দুজনেরই জন্ম ইংল্যান্ডে। ফুটবলে ফারহানের যাত্রা শুরু চেলসিতে। ২০১৯ সালে চেলসি অনূর্ধ্ব-১২ ছেড়ে যোগ দেন ফুলহ্যামে। এরপর তিনি লেফট উইং পজিশনে ক্লাবটির পক্ষে খেলেছেন অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ দলে। গত মৌসুমে ফুলহ্যাম অনূর্ধ্ব-২১ দলের হয়ে অভিষেক ফারহানের।
ইনজুরিতে থাকলেও গোল সাতটি ও অ্যাসিস্ট করেছেন চারটি। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ফুলহ্যামের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার। পেশাদার চুক্তির পর তিনি বলেন, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ফুটবল খেলার শুরু থেকেই আমি এ মুহূর্তটির জন্য পরিশ্রম করে যাচ্ছি। আর এখন আমি এ পর্যায়ে আছি, অনুভূতিটা অসাধারণ।’ ফুলহ্যাম নিয়ে ফারহান বলেন, ‘ফুলহ্যামে যোগ দেই অনূর্ধ্ব-১৩ পর্যায়ে। এটা রোলারকোস্টারের মতো একটা যাত্রা ছিল। এখানে পুরো পথচলাটা আমি দারুণভাবে উপভোগ করেছি। বয়সভিত্তিক প্রতিটি ধাপে আমার পাশে ভালো এক দল সতীর্থ ছিল, যারা আমাকে শুরু থেকে আপন করে নিয়েছে। আমার পরিবার সব সময় আমার স্বপ্নপূরণে পাশে থেকেছে। তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। সব সময় আমাকে পরামর্শ দিয়ে বলেছে পা যেন মাটিতে থাকে।’