২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের মূলপর্বে খেলার জন্য আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজকে ছাড়াই দক্ষিণ আমেরিকা অঞ্চলের লড়াইয়ে উরুগুয়ের বিপক্ষে জিতেছে দলটি। খুলিয়ান আলবারেস, থিয়াগো আলমাদা, গিউলিয়ানো সিমিওন হতাশ করেননি কোচ লিওনেল স্কালোনিকে। তার দল আগেও প্রমাণ দিয়েছে, তারা আর ব্যক্তিনির্ভর নয়। দলগত প্রচেষ্টাতেই আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেল তারা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারায় নীল-সাদার দল। ২৪ বছর বয়সি থিয়াগো আলমাদারের একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা। আর মাত্র ১ পয়েন্ট পেলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত মেসিদের। অর্থাৎ ব্রাজিলের বিপক্ষে হার এড়াতে পারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত। আবার বলিভিয়া ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে জিততে ব্যর্থ হলেও বিশ্বকাপে উঠে যাবে মেসিরা। ফলে কোচ স্কালোনির সামনে এখন বড় চ্যালেঞ্জ ব্রাজিল। যদিও এবারের বাছাইপর্বে প্রথম দেখায়, ২০২৩ সালের নভেম্বরে ব্রাজিলকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ফিরতি লেগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে বুধবার ঘরের মাঠে খেলবে স্কালোনির দল। এদিকে ভুগতে থাকলেও ছন্দে ফিরেছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়াকে ১-২ গোলে হারিয়েছে সেলেকাওরা। এদিকে কলম্বিয়ার ম্যাচে মাথায় আঘাত পান ৩২ বছর বয়সি ব্রাজিলিয়ান গোলকিপার এলিসন। ফিফার কনকাসন প্রোটোকল অনুযায়ী তিনি ৭৮ মিনিটে মাঠ ছেড়ে যান। এ কারণেই আর্জেন্টিনার বিপক্ষে তিনি নামছেন না বলে নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। কোচ স্কালোনি বলেন, ‘ব্রাজিল তো ব্রাজিলই। তারা ভয়ংকর প্রতিপক্ষ হবে। সামনের ম্যাচটি কঠিন হবে, এ ছাড়া আর কিছু বলার নেই, অসাধারণ এক প্রতিপক্ষ। দক্ষিণ আমেরিকার ১০টি দল থেকে ৬টি দল খেলবে সরাসরি। অন্যটিকে খেলতে হবে প্লে-অফ। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর, তিনে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল, চারে উরুগুয়ে (২০), পাঁচে প্যারাগুয়ে (২০) ও ছয়ে কলম্বিয়া (১৯)।
শিরোনাম
- তিন দলের প্লে-অফ নিশ্চিত, চতুর্থ স্থান নিয়ে জমজমাট লড়াই
- ফিজের প্রত্যাবর্তনের দিনে দিল্লির বড় হার, প্লে-অফে গুজরাট
- ১৯ বার এভারেস্ট জয় করে ব্রিটিশ পর্বতারোহীর বিশ্বরেকর্ড
- ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে
- রাহুলের সেঞ্চুরিতে দিল্লির ১৯৯ রানের পুঁজি
- ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
- চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
- পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
- মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
- মিরপুরের শ্যামলপল্লি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বিশ্বরেকর্ড
- সৌদি আরবে ১৫ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার
- পশ্চিমবঙ্গে গ্রেফতার তিন বাংলাদেশি
- টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ
- শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ১৩ ল্যাপটপসহ চক্রের ৪ সদস্য আটক
- চবিতে ‘রোড টু সাকসেস ২০২৫’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- জামালপুরে রেড ক্রিসেন্টের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ
- মাদক কারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত
- জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার
- চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩
ব্রাজিলকে ভয় পাচ্ছেন না স্কালোনি
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর