ফুটবল লিগে ঢাকা মোহামেডানের শিরোপা জেতাটা শুরু ১৯৫৭ সালে। ২০০২ সাল পর্যন্ত চ্যাম্পিয়নের সংখ্যা ছিল ১৯। অনেকে এক বা একাধিকবার নেতৃত্ব দিয়েছেন ঐতিহ্যবাহী দলকে। অন্য দলে হলেও মোহামেডান কখনো বিদেশি ফুটবলারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হতে পারেনি। এবারই তার ব্যতিক্রম ঘটল। পেশাদার লিগে প্রথম ও সব মিলিয়ে ২৩ বছর পর লিগে শিরোপা জিতল মোহামেডান। আর ক্লাব ইতিহাসে আগে যা ঘটেনি। তা করলেন মালির ফুটবলার সুলেমান দিয়াবাতে। তার নেতৃত্বেই ক্লাবটি নতুন লিগে নতুন করে শিরোপার খাতায় নাম লেখাল। যেখানে শুধু দিয়াবাতেই। তিন ম্যাচ আগেই বিদেশি ফুটবলারের নেতৃত্বে শিরোপা নিশ্চিত করল সাদা-কালোরা। ২০১৯ সাল থেকে দিয়াবাতে খেলছেন। টানা চার বছর মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছেন। দুবার সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন তিনি। অধিনায়ক হিসেবে এটি দিয়াবাতের দ্বিতীয় শিরোপা। ২০২২-২৩ মৌসুমে ফাইনালে আবাহনীকে হারিয়ে মোহামেডান চ্যাম্পিয়ন হয় তার নেতৃত্বে। ফাইনালে একাই করেন চার গোল। এটিও এক রেকর্ড। কেননা, এর আগে কোনো বিদেশিই আবাহনীর বিপক্ষে হ্যাটট্রিক করেননি। জাকারিয়া পিন্টুই সর্বোচ্চ সাতবার মোহামেডানকে নেতৃত্ব দেন। পরে অবস্থানটা দিয়াবাতেরই।