এবার পর্তুগালের শীর্ষ টুর্নামেন্ট লিগা পর্তুগালের শিরোপা পুনরুদ্ধারের দারুণ সুযোগ ছিল বেনফিকার। কিন্তু সুযোগ হাতছাড়া করল বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়ার দল। শনিবার শেষ রাউন্ডে ব্রাগার বিপক্ষে জিততে পারেনি বেনফিকা। ম্যাচটি ১-১ ড্র করে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নরা। শিরোপা ধরে রাখা স্পোর্তিং লিসবনের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় হয়ে লিগ মৌসুম শেষ করে বেনফিকা। শিরোপা জিততে ব্যর্থ হওয়ায় আগামী মৌসুমে আর বেনফিকার জার্সিতে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন ডি মারিয়া। পর্তুগালের ক্লাবটিতে নিজের দ্বিতীয় অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। সামাজিকমাধ্যমে বেনফিকা ছাড়ার ঘোষণা দিয়ে ৩৭ বছর বয়সি এ তারকা বলেন, ‘দীর্ঘ একটি বছর এভাবে শেষ করতে পারা খুবই কষ্টের। এই জার্সিতে (বেনফিকা) এটা ছিল আমার শেষ চ্যাম্পিয়নশিপ ম্যাচ এবং আবারও এই জার্সি পরতে পেরে আমি গর্বিত।’ দুই মেয়াদে বেনফিকার হয়ে এখন পর্যন্ত ২১১ ম্যাচ খেলেছেন ডি মারিয়া। ৪৭ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৫৩টিতে।