স্প্যানিশ লা লিগায় সাপলুডুর খেলা অব্যাহত। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২ গোল হজম করেও দারুণভাবে কামব্যাক করে জয় ছিনিয়ে নেয় বার্সেলোনা। ঘরের মাঠে তিন পয়েন্ট পাওয়া প্রায় নিশ্চিত ধরে নিয়েছিল অ্যাটলেটিকোর সমর্থকরা। কিন্তু শেষ ৬ মিনিটে ম্যাচের চেহারা বদলে দিল বার্সেলোনা। ইনজুরি টাইমে হলো আরও দুটি গোল। এদিন অ্যাটলেটিকোর হয়ে খুলিয়ান আলভারেস ও আলেকজান্ডার সোরলথ এবং বার্সার হয়ে রবার্ট লেবানডস্কি, লামিনে ইয়ামাল ১টি করে ও ফেরান টোরেস ২টি গোল করেন। দুরন্ত কামব্যাক করে ৪-২ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ল কাতালানরা। রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে আবার লা লিগার শীর্ষে পৌঁছে গেল বার্সেলোনা। রবিবার লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। এ মৌসুমে অ্যাটলেটিকো অনেক ম্যাচেই বেগ দিয়েছে বার্সেলোনাকে। লা লিগায় প্রথম লেগের ম্যাচেও কাতালানকে ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছিল অ্যাটলেটিকো। ফিরতি লেগে সেটা সুদে আসলে ফিরিয়ে দিল হ্যান্সি ফ্লিকের সতীর্থরা। ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন কাতালানরা। এক ম্যাচ বেশি খেলে ৬০ পয়েন্ট নিয়েই দুইয়ে রিয়াল। গোল পার্থক্যে পিছিয়ে তারা। ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ।
এ জয়ের পর ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগে একমাত্র অপরাজিত দলও এখন বার্সেলোনা। এ বছর এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ১৫ জয় ও ৩ ড্র করেছে এ কাতালান দলটি।