স্প্যানিশ লা লিগার লড়াই ক্রমশ জমে উঠছে। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে পারছে না কোনো দলই। একটু সুযোগ পেলেই কেউ না কেউ শীর্ষস্থান কেড়ে নিচ্ছে। এ পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদকে ১-২ গোলের বড় ধাক্কা দেয় রিয়াল বেতিস। সেই সঙ্গে শীর্ষত্বের লড়াইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদও ১-০ গোলে হারায় অ্যাটলেটিকো বিলবাওকে। রবিবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। পয়েন্ট টেবিলে আবার সাপলুডোর খেলা। লা লিগায় এবার অ্যাটলেটিকো মাদ্রিদকে ছাড়িয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো এবং তিনে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪।