প্রথমবারের মতো আইটিএফ ওয়ার্ল্ড অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গতকাল ইতিহাস গড়ার দিনে বাহরাইনে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের বাছাইপর্ব কোয়ার্টার ফাইনাল ম্যাচে ২-০ ব্যবধানে হংকংকে হারিয়ে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। এ জয়ের ফলে তারা ২১ দলের প্রতিযোগিতায় সেমিফাইনাল খেলবে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের নিয়ম অনুযায়ী চেকপ্রজাতন্ত্রে অনুষ্ঠেয় মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। ৪ থেকে ৯ আগস্ট পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নের চূড়ান্ত পর্ব হবে। আগের দিন গ্রুপ পর্বে বাংলাদেশ সৌদি আরবকে ২-০, তার আগে নেপালকে ৩-০ ব্যবধানে হারিয়ে নিজেদের সামর্থ্য জানান দিয়েছিল।
মূলত কোয়ার্টার ফাইনালে উঠেই বাংলাদেশ টেনিসে ইতিহাস গড়ে ফেলে। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন বলেন, ‘সেমিফাইনাল কেন, এর আগে জুনিয়র দল কোয়ার্টার ফাইনালই খেলতে পারেনি। এবারই প্রথমবার বিশ্ব জুনিয়র টেনিসে বাংলাদেশ চূড়ান্ত পর্বে খেলবে।’ আজ সেমিফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ইশতিয়াক বলেন, ‘জুনিয়রদের উন্নতমানের প্রশিক্ষণ দিতে পারলে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করা সম্ভব।’