ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। উৎসাহ জোগান বিসিবি সভাপতি। টাইগার ক্রিকেটারদের সঙ্গে শুধু বিসিবি সভাপতি কথা বলেননি। ম্যাচের আগের রাতে দেখা করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বাঁ হাতি ওপেনারের চলতি চ্যাম্পিয়ন্স লিগে খেলার কথা ছিল। টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণার আগে হঠাৎ করে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলেন তামিম। সেজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে দলে নেওয়ার সুযোগ পায়নি টাইগার টিম ম্যানেজমেন্ট। না খেললেও বাংলাদেশ-ভারত ম্যাচ দেখতে হাজির হয়েছেন দুবাই। রাওয়ালপিন্ডিতে পরের দুটি ম্যাচ দেখবেন কি না, নিশ্চিত নয়। তবে দুবাইয়ে ভারত ম্যাচের আগে টাইগার সাবেক অধিনায়ক ক্রিকেটারদের টিম হোটেল মেয়দান হোটেলে হাজির উপস্থিত হয় দেখা করেন। গল্প করেন। ম্যাচে সাফল্য পেতে নানান টিপস দেন। সবার শেষে ক্রিকেটারদের সঙ্গে ডিনারও করেন। ক্রিকেটারদের সঙ্গে ডিনার করার সময় ছবি তোলেন সাবেক অধিনায়ক। পুরো দলের সঙ্গেও ছবি তোলেন। সেগুলো পরে পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে দলকে শুভেচ্ছা জানিয়ে তামিম লেখেন, ‘আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা তারা ভালো করবে। বাংলাদেশ দলকে শুভকামনা।’