গত বছরের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন নাজমুলরা। এরপর চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহ টি-২০ টুর্নামেন্ট খেলে ম্যাচ প্রস্তুতি নিয়েছেন টাইগাররা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন দুবাইয়ে। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা শুরু করবে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। আট বছরের বিরতির পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফের মাঠে গড়াচ্ছে আজ। করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। দুই দল খেলছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশ ও ভারত একই গ্রুপে। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ নাজমুলদের। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি ম্যাচের ভেন্যু পাকিস্তানের রাওয়ালপিন্ডি। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল মিশনে নামার আগে মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল। ব্যাটিং ব্যর্থতায় নাজমুল বাহিনী ৭ উইকেটে হেরে যায়। টাইগারদের কোনো ব্যাটারই পঞ্চাশ ঊর্ধ্ব রানের জুটি গড়তে পারেননি। এমনকি পঞ্চাশ ঊর্ধ্ব রানের কোনো জুটিও গড়েনি। সর্বোচ্চ ৪৪ রান করেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এ ছাড়া বাঁহাতি ওপেনার সৌম্য সরকার ৩৫, তাওহিদ হৃদয় ২০, বাঁহাতি ওপেনার তানজিদ তামিম ৬, অধিনাযক নাজমুল ১২, মুশফিকুর রহিম ৭, জাকের আলি অনিক ৪, তানজিম সাকিব ৩০, নাসুম আহমেদ ১৫ রান করেন। বোলারদের মধ্যে নাহিদ রানা, মিরাজ, তানজিম সাকিব একটি করে উইকেট নেন। আগামীকাল ম্যাচ। আজ অনুশীলন করবেন নাজমুলরা। গতকাল বিশ্রামে কাটিয়েছেন।
শিরোনাম
- তিন দলের প্লে-অফ নিশ্চিত, চতুর্থ স্থান নিয়ে জমজমাট লড়াই
- ফিজের প্রত্যাবর্তনের দিনে দিল্লির বড় হার, প্লে-অফে গুজরাট
- ১৯ বার এভারেস্ট জয় করে ব্রিটিশ পর্বতারোহীর বিশ্বরেকর্ড
- ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে
- রাহুলের সেঞ্চুরিতে দিল্লির ১৯৯ রানের পুঁজি
- ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
- চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
- পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
- মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
- মিরপুরের শ্যামলপল্লি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বিশ্বরেকর্ড
- সৌদি আরবে ১৫ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার
- পশ্চিমবঙ্গে গ্রেফতার তিন বাংলাদেশি
- টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ
- শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ১৩ ল্যাপটপসহ চক্রের ৪ সদস্য আটক
- চবিতে ‘রোড টু সাকসেস ২০২৫’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- জামালপুরে রেড ক্রিসেন্টের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ
- মাদক কারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত
- জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার
- চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩
প্রস্তুতিটা ভালো হয়নি নাজমুলদের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর