ফ্রিজ
► ভালো মানের কমপ্রেসর দেখে ফ্রিজ পছন্দ করুন।
► আপনি যে ফ্রিজটি কিনতে যাচ্ছেন, সেটি বিদ্যুৎ সাশ্রয়ী কি না দেখে নিতে হবে।
► ফ্রিজ কেনার আগে জেনে নিতে হবে, এর কনডেনসর কীসের তৈরি। যদি কপার কনডেনসর দিয়ে তৈরি হয়ে থাকে তবেই কেনা উচিত।
► রেফ্রিজারেটর কেনার সময় বিক্রয়োত্তর সেবা সম্পর্কে জেনে নিতে হবে।
এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র)
► ঘরের আকার অনুযায়ী এসি কিনুন। টাকা বাঁচাতে বড় কক্ষের জন্য কম ক্ষমতার এসি কিনবেন না।
► বিদ্যুৎ সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তির এসি কিনুন।