দীর্ঘদিনের প্রতীক্ষার পর এবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। খেলাটি নিয়ে উত্তেজনা তুঙ্গে, তবে শুধু মাঠের লড়াই নয়, প্রাইজমানির আকর্ষণও কম নয় এই ম্যাচে।
চ্যাম্পিয়ন দল হিসেবে যে দল শিরোপা ঘরে তুলবে, তারা পাবে ৩ লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার ডলার, অর্থাৎ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আনুষ্ঠানিকভাবে পুরস্কারের এই পরিমাণ ঘোষণা করেনি, তবে আয়োজক কমিটির ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতের ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিযোগিতাটির প্রাইজমানি আগের আসরের তুলনায় এবার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ২০২৩ সালে ওয়ানডে সংস্করণে অনুষ্ঠিত এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার, আর ২০২২ সালের আসরে এই অঙ্ক ছিল ২ লাখ ডলার।
আজ রাতেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রায় ২৮ হাজার দর্শকের সামনে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
বিডি প্রতিদিন/মুসা