ফুল ফোটাতে হলে বৃষ্টির দরকার
বজ্রপাতে নয়- জালাল উদ্দিন রুমি
আমি তো বুকভরা ভালোবাসার বিনিময়ে
তোমার একবিন্দু ভালোবাসা চেয়েছিলাম
প্রিয় ঋতু বসন্তের সঙ্গে তোমার গুণগান তুলনা করেছি!
পরিবর্তে তুমি কিনা তোমার প্রতিদিনের ব্যবহার্র্য-
আকাশছোঁয়া দম্ভ মিথ্যা বলার কৌশল লোভ-লালসা
রাগ নিয়ন্ত্রণে ব্যর্থতা অতিরিক্ত আবেগ বিবিধ
ব্যাগভর্তি উপঢৌকন পাঠালে-
এই দুষ্প্রাপনীয় এত আকর্ষণীয় উপহার
হাতে পেয়ে আমি তো পথ হারিয়ে হেঁটে চলি আগুনের দিকে...