এই যে জীবন আজব ভীষণ
রঙিন হয়েও ফিকে-
স্বপ্নগুলো ছুটে বেড়ায়
শুধুই চতুর্দিকে।
ইচ্ছেগুলো মন মগজে
মাতাল হয়ে থাকে,
অসিম চাওয়ার মরীচিকায়
ছোটাই জীবনটাকে।
বেলা শেষে সূর্য যখন
লাল পশ্চিমে ঢলে-
ফিরে যাওয়ার মিছিল তখন
নীরব কোলাহলে।
এই যে জীবন আজব ভীষণ
রঙিন হয়েও ফিকে-
স্বপ্নগুলো ছুটে বেড়ায়
শুধুই চতুর্দিকে।
ইচ্ছেগুলো মন মগজে
মাতাল হয়ে থাকে,
অসিম চাওয়ার মরীচিকায়
ছোটাই জীবনটাকে।
বেলা শেষে সূর্য যখন
লাল পশ্চিমে ঢলে-
ফিরে যাওয়ার মিছিল তখন
নীরব কোলাহলে।