বাঙালি কবি হাসানআল আব্দুল্লাহ পেয়েছেন পোল্যান্ডের ‘আলফ্রেড কোভালকোভিস্কি পুরস্কার’। বুধবার পোল্যান্ডের বিডগোস শহরের লিটারারি হাউজে অনুষ্ঠিত বিশেষ কবিতাপাঠ অনুষ্ঠানে বিডগোস রাইটার্স ইউনিয়নের সভাপতি কবি ডারিউস টোমাস লাবিয়ডা তার হাতে এই পুরস্কার তুলে দেন।
পুরস্কার প্রদানকালে ডারিউস টোমাস লাবিয়ডা বলেন, ‘হাসানআল শুধু কবি নন, তিনি বিশ্ব কবিতার অনুবাদকও। বাংলা থেকে ইংরেজি ও বিশ্বকবিতা থেকে বাংলায় তাঁর অনুবাদ সাহিত্যের সেতুবন্ধন তৈরি করেছে। এই পুরস্কার সেই অনুবাদ কর্মের স্বীকৃতি।’
হাসানআল আব্দুল্লাহ পুরস্কার হাতে নিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘পঞ্চমবারের মতো আমি পোল্যান্ড এসেছি। প্রতিবছরই এখানে আমি নানাভাবে সম্মানিত হই। পোলিশ কাব্যামোদিদের ভালবাসা অর্জন করতে পেরে আমি অভিভূত।’
উল্লেখ্য, কবি কোভালকোভিস্কি ছিলেন বিডগোস রাইটার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, তার মৃত্যুর পর এই পুরস্কার চালু করা হয়। ৯ অক্টোবর চেহানোভ আন্তর্জাতিক কবিতা উৎসবে আমন্ত্রিত হয়ে কবি পোল্যান্ডে যান। এরপর তিনি যোগ দেন চেক রিপাবলিকে অনুষ্ঠিত ব্রমোভ আন্তর্জাতিক কবিতা উৎসবে, সেখানে দশ কবিকে নিয়ে চেকভাষায় একটি এন্থোলজিতে তাঁর কবিতা স্থান পায়।
কবি ক্যাতারজিনা জর্জিও পোলিশ ভাষায় হাসানআল আব্দুল্লাহর দ্বিতীয় বই “দ্যা স্ক্যাটার ডিসপ্লে অব লিম্বস’ অনুবাদ করেছেন। মাসব্যাপি পোল্যান্ডের বিভিন্ন শহরে অন্তত আটটি প্রোমোশনাল কবিতাপাঠের আয়োজন করা হয়, এর মধ্যে রাভা ভিসনা পাবলিক লাইব্রেরি, মিলিস পাবলিক লাইব্রেরি, ডোলনি বারেজ মেলিনি রেস্টুরেন্ট, ভ্রসলোভ মিউজিক এন্ড লিটারেচার ক্লাব অন্যতম।
বিডি-প্রতিদিন/আশফাক