জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল নগরীতে আলোচনা সভা করেছে জেলা ও মহানগর বিএনপি। শুক্রবার বিকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী কমিটির সদস্য আলহাজ এবায়দুল হক চাঁন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন প্রমুখ।
প্রধান অতিথি সরোয়ার বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের খুন, গুম, নির্যাতন করেছে। বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুমেরও শিকার হয়েছে। অবশেষে গণ-অভ্যুত্থানের মধ্যে স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন দেবে—এটি সাধারণ মানুষের প্রত্যাশা।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া বরিশালের যে উন্নয়ন করেছেন তার প্রতিদান আমরা দিতে চাই। কারণ বরিশালের মাটি বিএনপির ঘাঁটি। যদি কেউ নির্বাচনকে ব্যর্থ করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে। বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তি মোকাবিলা করতে হবে। বরিশালের মানুষ উন্নয়ন চায়, তাই বিএনপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে।
এ সময় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যাকে মনোনীত করা হয়েছে তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সভায় জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল