সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের আটটি বিভাগ নিয়ে আয়োজিত প্রবাসী বাংলাদেশ প্রিমিয়ার লীগে অংশগ্রহণকারী ফুটবল টিম সিলেট ডিভিশনাল এফসি দুবাইয়ের জার্সি উন্মোচন করা হয়েছে।
গত মঙ্গলবার (৪ নভেম্বর) আজমানের মালায়েব স্পোর্টস কমপ্লেক্সের ফুটবল গ্রাউন্ডে সিলেট ডিভিশনাল এফসি দুবাইয়ের জার্সি উন্মোচন করা হয়।
সাংবাদিক আমিনুল হকের সঞ্চালনায় ও সিলেট এফসি টিমের কর্ণধার ইকবাল হোসাইনের সভাপত্বিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক হাজী শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক রুজেল তরফদার, আব্দুল আলীম মহিউদ্দিন, হাবিজ মিয়াসহ আরও অনেকে।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট ডিভিশনাল এফসির কোচ নাসিরুল হক, আব্দুল হালিম, মহি উদ্দিন, মিজান আহমদ, ইকবাল আহমদ, মাছুম আহমদ, আব্দুল্লাহ, নুর আহমদ রানাসহ ফুটবল টিমের সকল খেলোয়াড়বৃন্দ।
সিলেট এফসি টিমের কর্ণধার ইকবাল হোসাইন বলেন, সিলেট ডিভিশনাল এফসি হচ্ছে সিলেট বিভাগের প্রত্যেক প্রবাসীর টিম। এই টিমের সাফল্যের জন্য সিলেটের সকল প্রবাসীকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। টিমের খেলায় মাঠে উপস্থিত হয়ে টিমকে অনুপ্রেরণা যোগাতে সবাইকে আহ্বানও জানান।
বক্তারা বলেন, পরিবারকে স্বাবলম্বী করে তুলতে অল্প বয়সেই অনেকেই খেলাধুলা ছেড়ে প্রবাসে পাড়ি জমান। এছাড়া প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মরাও বঞ্চিত হচ্ছে খেলাধুলাসহ নানারকম বিনোদন থেকে। ব্যস্ত প্রবাস জীবনে প্রবাসীদের আনন্দ বিনোদনে তেমন একটা সুযোগ হয়ে উঠে না। কিছুটা হলেও প্রবাসীদের আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশ প্রিমিয়ার লীগ আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৯ নভেম্বর প্রথম ম্যাচে সিলেট মুখোমুখি হবে রাজশাহী বিভাগের ও ১৫ নভেম্বর ২য় ম্যাচে ঢাকা বিভাগের মুখোমুখি হবে।
বিডি-প্রতিদিন/তানিয়া