রংপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
বিকেলে দিবসটি উপলক্ষে মহানগর বিএনপি একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, বিএনপি নেতা আব্দুস সালাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সকালে দলীয় কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, বিএনপি নেতা ফজলুর রহমান বাদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল