জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ফুলপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
এ সময় বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে শীর্ষ নেতৃত্বেই শুধু আসেননি, পুরো একটি বিভক্ত জাতিকে এক এবং ঐক্যবদ্ধ করেছিলেন।
তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের শিখিয়ে দেয় সকল ষড়যন্ত্রকে ধুলিসাৎ করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান। এ সময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ হাজারও জনতা উপস্থিত ছিলেন।
এর আগে ফুলপুর উপজেলার সবুজ বাংলা মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলা সদর ব্রিজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
বিডি-প্রতিদিন/বাজিত