বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, হাটহাজারী-বায়েজিদ সংসদীয় আসেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মো. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ৭১ সালে অসীম সাহস আর দেশপ্রেম নিয়ে স্বাধীনতার ঘোষণা, জীবনবাজি রেখে সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেওয়া, যুদ্ধ শেষে ব্যারাকে ফিরে যাওয়া, আবার '৭৫ এ দেশমাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে জাতিকে মুক্ত করার মাধ্যমে শহীদ জিয়াই বাংলাদেশের কিংবদন্তি মহানায়ক হয়ে ওঠেছিলেন।
তিনি বলেন, তার কালজয়ী দর্শন 'বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি প্রতিষ্ঠা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বনির্ভর দেশ গঠনে তার আমৃত্যু বিরামহীন কাজ বাংলাদেশের প্রতিটি মানুষের মনের গভীরে জায়গা করে নিয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে হাটহাজারী উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, দীর্ঘ ১৭ বছর শহীদ জিয়া ও তার দল বিএনপির নাম নিশানা মুছে ফেলার অবিরাম চেষ্টা করেও আওয়ামী ফ্যাসিস্টরা সফল হয়নি। বিএনপির শিকড় বাংলাদেশের সাধারণ মানুষের মনের অতি গভীরে। ভবিষ্যতেও বিএনপির পথ চলায় যারা চ্যালেঞ্জ করবে তারা জনজোয়ারে ভেসে যাবে।
এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহম্মদ সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, বিএনপি নেতা আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জাসাস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা সদস্য আবু বকর সিদ্দিকী সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির, কামরুদ্দিন নাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইমরান চৌধুরী, পৌরসভার সভাপতি ইলিয়াস মেহেদী, সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ