যশোর-১ শার্শা আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, ৭ নভেম্বর না হলে বিএনপি নামক দলটির জন্ম হতো না। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে জাতি এক নতুন পরিচয়ে পরিচিতি লাভ করেছিল। ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল।
শুক্রবার উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহিরের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, তাজউদ্দীন আহমদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু প্রমুখ। আলোচনা সভার আগে এক র্যালি শার্শা বাজার প্রদক্ষিণ করে।
বিডিপ্রতিদিন/কবিরুল