প্রবাসী সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি) থেকে সম্মাননা ট্রফি পেয়েছেন সাংবাদিক নাইম আবদুল্লাহ।
রবিবার (২ নভেম্বর) এএমডব্লিউসি আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসার এবং সাধারণ সম্পাদক সাদিকুর খান মুন আনুষ্ঠানিকভাবে নাইম আবদুল্লাহর হাতে ট্রফি তুলে দেন।
নাইম আবদুল্লাহ দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করেও বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটির সংযোগ স্থাপন, প্রবাসীদের অর্জন ও সমস্যাগুলোকে সংবাদ মাধ্যমে তুলে ধরার মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছেন।
নাইম আবদুল্লাহ বলেন, “প্রবাসে থেকেও সাংবাদিকতার মাধ্যমে দেশ ও কমিউনিটির সেবা করার সুযোগ আমার জন্য গর্বের। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
অনুষ্ঠানে এএমডব্লিউসির কার্যনির্বাহী কমিটি, অভিভাবক, শিক্ষার্থী ও প্রবাসী কমিউনিটির সদস্য উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া