নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতার দলকে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন দিতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেছেন, ‘তারেক রহমানের আমজনতার দলকে নিবন্ধন দিলে বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী হবে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয় এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।
পোস্টে নাছির উদ্দীন নাছির লেখেন, ‘আমজনতার দলের তারেক রহমান একজন দুর্দান্ত সাহসী নেতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বারবার নির্যাতিত হয়েছেন। জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি একজন জনপ্রিয় সংগঠক।'
তিনি আরো লেখেন, ‘সৎ ও আপসহীন মনোভাবের কারণে তারুণ্যনির্ভর রাজনীতিতে তিনি যুবকদের আকৃষ্ট করতে পেরেছেন। তার দলকে নিবন্ধন দিলে বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী হবে। নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, তারেক রহমানের আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে বিবেচনা করার জন্য।’
বিডি প্রতিদিন/জুনাইদ