গাইবান্ধায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু।
আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, শহর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মোস্তাকসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে জেলা বিএনপির কার্যালয়ে সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলার মাঠের হাট নামক স্থানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল