চাকরি ফিরে পাওয়ার দাবিতে বরিশাল নগরীর অপসো স্যালাইনের ছাঁটাই হওয়া শ্রমিকরা গত আট দিন ধরে আন্দোলন করছেন।
শুক্রবার বিকেলে তারা স্ত্রী ও শিশু সন্তানদের নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ভুখা মিছিল করেন। মিছিলটি বগুরা রোডের কারখানার সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেন বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। সেখানে ডা. মনীষা চক্রবর্তী বলেন, অপসো স্যালাইন কর্তৃপক্ষ কোনো নোটিশ না দিয়েই প্রায় পাঁচ শতাধিক শ্রমিককে ছাঁটাই করেছে। এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ। প্রতিষ্ঠানের ৪০ বছরের ইতিহাসে একসঙ্গে এত শ্রমিক কখনও ছাঁটাই হয়নি। ট্রেড ইউনিয়ন গঠনের এক মাসের মধ্যেই এ ছাঁটাই ষড়যন্ত্রমূলক। আমরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই।
শ্রমিক মো. রাব্বি জানান, গত ২৭ অক্টোবর কারখানার সেকশন অফিসার শ্রমিকদের জানিয়েছিলেন, প্রোডাকশন আপাতত বন্ধ এবং ২৮ অক্টোবর থেকে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ১ নভেম্বর থেকে কাজে যোগ দেওয়ার কথা থাকলেও পরে ডাকযোগে অনেক শ্রমিককে ছাঁটাইয়ের চিঠি পাঠানো হয়।
তিনি আরও বলেন, শ্রম আইন অনুযায়ী তিন মাস আগে নোটিশ দিয়ে ছাঁটাই করার কথা থাকলেও কর্তৃপক্ষ সে নিয়ম মানেনি। ছয় দিন ধরে আমরা কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছি, কিন্তু কেউ আমাদের সঙ্গে কথা বলেনি।
চাকরি ফেরত ও ছাঁটাই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। দাবি না মানলে তারা বরিশাল–ঢাকা মহাসড়ক অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে অপসো স্যালাইনের কর্মকর্তা সাদেকুল ইসলাম বিপুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিডি-প্রতিদিন/সুজন