নিউইয়র্কস্থ ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র (এবিপিসি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির উন্নয়ন-কল্যাণে পেশাগত দায়িত্ব অব্যাহত রাখার সংকল্পে ৭ মার্চ জ্যাকসন হাইটসের শানাই পার্টি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ দোয়া-মোনাজাতে নেতৃত্ব দেন মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও মাওলানা ইসমাইল। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ, ঢাকা জেলা সমিতির প্রেসিডেন্ট দুলাল বেহেদু, রিয়েল এস্টেট ব্যবসায়ী ও সমাজ-সংগঠক নুরুল আজিম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট অধ্যাপিকা হুসনেআরা, রীনা সাহা, অসীম সাহা, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, নিউইয়র্ক রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান ও সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের প্রেসিডেন্ট শাহাদৎ হোসেন রাজু প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন আবুল বাশার চুন্নু, গুলজার হোসেন, মো. শহিদুল ইসলাম, আব্দুস সাদেক, মো. সানাউল্লাহ, হেলাল মজিদ, ডা. চৌধুরী সারোয়ারুল হাসান ও লাবলু আনসার।
এবিপিসির সভাপতি রাশেদ আহমেদ ও সেক্রেটারি শাহ ফারুক রহমানের সমন্বয়ে আগত অতিথিদের স্বাগত জানান ভাইস প্রেসিডেন্ট আলিম খান আকাশ, নির্বাহী সদস্য কানু দত্ত, শামীম আল আমিন, অনিক রাজ, নুরুন্নাহার খান নিশা, আলমগীর কবির ও অজিৎ ভৌমিক প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই