দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ী, গাছপালা ও উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকার বিদ্যুতের সংযোগ বন্ধ রাখা হয়। তবে সংযোগ দিতে কাজ করছে সংশ্লিষ্টরা।
গতকাল রবিবার বিকাল সোয়া ৫টার দিকে প্রচণ্ড বাতাস ও ঝড় বৃষ্টিতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকায় কাঁচা ঘরবাড়ী হেলে পড়ে, গাছপালা উপড়ে বাড়ী ও রাস্তার উপর থাকে। এছাড়াও কালবৈশাখীর তাণ্ডবে উঠতি ফসল বোরো ধান, ভুট্টা ও কলাগাছের ব্যাপক ক্ষতি হয়।
পরদিন আজ সোমবার দেখা যায়, ঝড়ে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ীর মেরামত করছে পরিবারের লোকজন। বাড়ীর আশপাশে ও রাস্তার ধারে ঝড়ে উপড়ে পড়া গাছ কেটে সরানো হচ্ছে। এছাড়াও ভুট্টার গাছ, বোরো ধানের গাছ ও সারি সারি কলাগাছ হেলে পড়ে আছে।
সেতাবগঞ্জ বিদ্যুত সরবরাহ কেন্দ্র নেসকোর আবাসিক প্রকৌশলী জানান, কালবৈশাখী ঝড়ের কারণে অনেক জায়গায় বিদ্যুতের তারের উপর গাছ পড়লে তাৎক্ষণিক বিদ্যুৎ সেবা বন্ধ করে দেওয়া হয়। তবে রাতের মধ্যে পৌরশহরে চালু করা গেলেও কয়েক গ্রামে এখনো বিদ্যুত দেওয়া সম্ভব হয়নি। তবে কাজ চলছে।
বিডি প্রতিদিন/জামশেদ