গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত মো. সোহেল (৪৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার সোহেল উপজেলার তালুককানিপুরের সমাজপাড়া এলাকার বদিউজ্জামান বদির ছেলে। সোহেল লক্ষীপুর জেলার সদর থানার প্রতারণা মামলার দুই বছরের সশ্রম কারাদন্ডে দন্ডপ্রাপ্ত আসামি। ওই মামলায় তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
সোমবার বেলা ১২ টার দিকে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রবিবার দুপুরে উপজেলার তালুককানিপুরের সমাজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুরের সমাজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামী সোহেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার আসামী দুই বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়। পরবর্তী কার্যক্রমের জন্য আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম