যুক্তরাষ্ট্রে আগের বছরের তুলনায় গত বছর মাদকাসক্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার জন কমলেও চিকিৎসা-বিজ্ঞানীরা সন্তুষ্ট নন। কারণ এখনো ১৮ বছর থেকে ৪৪ বছর বয়সী আমেরিকানদের অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে ‘অত্যধিক নেশা’।
বুধবার ফেডারেল রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) জানিয়েছে, ২০২৪ সালে নেশা করার কারণে মোট ৮০৩৯১ জন আমেরিকানের মৃত্যু হয়েছে। এর আগের বছর সে সংখ্যা ছিল এক লাখ ১০ হাজারের অধিক। তবে করোনা মহামারির আগের তুলনায় মৃত্যুর এ সংখ্যা অনেক কম। আর এটি সম্ভব হয়েছে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা-ব্যবস্থা ঢেলে সাজানোর পরিপ্রেক্ষিতে।
সিডিসির চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, জনস্বাস্থ্য নিয়ে বাস্তবতার আলোকে ফেডারেল সরকারের দৃষ্টিভঙ্গি তথা আন্তরিকতা বৃদ্ধি পাওয়ার সুফল এটি।
সিডিসির সর্বশেষ গবেষণা জরিপ অনুযায়ী, ২০২৩ সালে অত্যধিক নেশা করেছে ২ কোটি ৭২ লাখ আমেরিকান। এ ছাড়া আরও ৭৫ লাখের মতো মদ পান করেছে পরিমাণের চেয়ে অনেক বেশি।
সিডিসির তথ্য অনুযায়ী, মাদকাসক্ত নিয়ে জনমনে সৃষ্ট উদ্বেগ এবং হতাশা ক্রমান্বয়ে কাটতে শুরু করেছে। যদিও আরও অনেক কিছুই করতে হবে-এমন অবস্থা থেকে বিশাল একটি জনগোষ্ঠীকে রক্ষায়।
এ প্রসঙ্গে ওয়েস্ট ভার্জিনিয়ার ড্রাগ কন্ট্রোল পলিসি সম্পর্কিত অফিসের সাবেক পরিচালক ড. ম্যাথিউ ক্রিস্টিয়ানসেন বলেন, অনেক বছর ধরেই আশায় ছিলাম এমন সুসংবাদের জন্য। এক্ষেত্রে বিপুল পরিমাণের অর্থ ব্যয়ে গবেষণা এবং মাদকাসক্ত যে একজন মানুষের জন্যে মারাত্মক হুমকি-তা ব্যাপকভাবে প্রচারণারই সুফল এটি।
ড. ম্যাথিউ আরও বলেছেন, চিকিৎসকরাও ইদানিং যথেষ্ট আন্তরিক নেশাগ্রস্তদের সারিয়ে তোলার ব্যাপারে। আশা করছি সংশ্লিষ্ট সকলের মধ্যে জাগ্রত এমন আচরণের পরিধি ক্রমান্বয়ে বাড়বে এবং আমাদের সমাজ তথা রাষ্ট্র অকাল মৃত্যুর বড় ধরনের একটি অভিশাপ থেকে পরিত্রাণ লাভে সক্ষম হবে।
বিডি প্রতিদিন/এমআই