কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘মহান স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিজিলের মরু অঞ্চলের এক রিসোর্টে আয়োজিত এই অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও দুই দেশের জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর প্রদর্শিত হয় সংগঠনের কার্যক্রমভিত্তিক প্রামাণ্যচিত্র। নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর করেন নির্বাচন কমিশনার মঈন উদ্দিন সরকার সুমন। ভারপ্রাপ্ত সভাপতি সোহরাওয়ার্দী (সরোয়ার) দায়িত্ব গ্রহণের পর অতিথি, স্পন্সর ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান।
খেলাধুলা ও পুরস্কার প্রদান:
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রনি, সবুজ, আল আমিন, রিপন, রবি, সাবির, শহীদ ও সাগর। রানার আপ হয় জেলিব প্রবাসী দল এবং চ্যাম্পিয়ন হয় কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স। বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি ও অতিথিরা।
সাংস্কৃতিক পরিবেশনা:
অনুষ্ঠানে ছিলো নৃত্য ও সংগীত পরিবেশনা। স্টেজের পেছনে বড় স্ক্রিনে চলছিল দেশীয় দৃশ্য। চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ফাতেমা, রক্তিম বিশ্বাস ও তুসির পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের গবেষক ড. মোহাম্মদ হাফিজুর রহমান, KNPC’র ইঞ্জিনিয়ার মো. আবদুস সালাম, ডাক্তার এস এম মনিরুজ্জামান, কুয়েত এয়ারওয়েজের ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলামসহ প্রবাসী বাংলাদেশি পেশাজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। বাংলাদেশ প্রেসক্লাব, বিভিন্ন টিভি চ্যানেলের প্রতিনিধিরাও ছিলেন উপস্থিত।
রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারলেও দূতাবাসের কাউন্সেলর মো. মনিরুজ্জামান এবং তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রবাসীদের অবদানের প্রশংসা করেন।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুতফর রহমান মোকাই আলী প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উপস্থিত দর্শকরা জানান, এমন আয়োজন প্রবাস জীবনের একঘেয়েমি ভুলিয়ে দেয় এবং দেশের প্রতি ভালোবাসা নতুন করে জাগিয়ে তোলে।
বিডি প্রতিদিন/জামশেদ