সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কন্যাশিশুরা এখন আর বোঝা নয় বরং কন্যাশিশুরা প্রমাণ করেছে সুযোগ পেলে তারা দক্ষ ও যোগ্য হয়ে উঠতে পারে। ভুললে চলবে না যে একজন নারী মানবসম্পদ আর কন্যাশিশুরা তার অঙ্কুর। কন্যাশিশুদের অন্ধকারে রেখে একটি সুষ্ঠু সমাজ কাঠামো যেমন গড়ে তোলা সম্ভব নয়, তেমনই দেশকে আলোকিত করাও সম্ভব নয়। গতকাল বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫’ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী গোলাম তৌসিফ, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক দিলারা বেগম এবং শিশু বক্তা মোছাম্মদ আনিকা ও নুসরাত জাহান এমি বক্তৃতা করেন।
উপদেষ্টা বলেন, কন্যাশিশুদের অগ্রগতিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলোর বিপরীতে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রকে কী কী করতে হবে তা নিয়ে আলোচনা এবং সমাধানের পথ খুঁজে বের করে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। বাংলার নারীরা আজ ঈর্ষণীয় সাফল্য নিয়ে এগিয়ে যাচ্ছে, শিক্ষিত হচ্ছে, নতুন নতুন পেশায় জড়িত হচ্ছে, ফুটবল-ক্রিকেট খেলছে, নারীরা এভারেস্টের চূড়া জয় করছে, নারীরা আজ কোথায় নেই? যখন মেয়েরা মাথা উঁচু করে দাঁড়ায় তখন দেশও মাথা উঁচু করে দাঁড়ায়।