ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসির দ্বৈরথ আজীবনের। দুই জন পৃথিবীর দুই প্রান্তে খেললেও তাদের মধ্যে অঘোষিত প্রতিযোগিতা লেগেই থাকে। কে সর্বকালের সেরা, কে খেলেন ভালো সে নিয়ে দ্বৈরথের শেষ নেই। ভক্ত থেকে শুরু করে ফুটবল বিশ্লেষক সবাই হরহামেশাই দুই জনের তুলনা টানেন।
বিশ্বকাপসহ বিশ্ব প্রতিযোগিতার অর্জনে মেসি এগিয়ে গেছেন এ কথা যেমন সত্য। তেমন রোনালদো ব্যক্তিগত অনেক অর্জনে ছাড়িয়ে গেছেন মেসিকেই। এবার আয়ের হিসেবে লিওনেল মেসিকেই অনেকখানি পেছনে ফেললেন পর্তুগিজ ফুটবলের মেগাস্টার রোনালদো।
আর্থিক তথ্য ও মিডিয়া সংস্থা ব্লুমবার্গ-এর প্রকাশিত খবর অনুযায়ী, পর্তুগাল এবং আল-নাসর ক্লাবের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো এখন ফুটবল বিশ্বের প্রথম বিলিয়নিয়ার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স প্রথমবারের মতো এই ৪০ বছর বয়সী খেলোয়াড়ের মোট সম্পদের হিসাব করেছে। তাদের মূল্যায়ন অনুযায়ী, রোনাল্ডোর নিট সম্পদ দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন ডলার।
অন্যদিকে, রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসির আয়ের হিসাবও প্রকাশ করেছে ব্লুমবার্গ। তাদের তথ্য মতে, মেসি তার ক্যারিয়ারে প্রাক-ট্যাক্স বেতন হিসেবে ৬০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। ২০২৩ সাল থেকে তার নিশ্চিত বার্ষিক বেতন ২০ মিলিয়ন ডলার।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল