তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানিস্তানকে ২২২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ। বুধবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৪৮.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২২১ রান তোলে মেহেদি হাসান মিরাজের দল।
টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয় তানজিদ হাসান তামিমকে হারিয়ে। চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বল তার ব্যাটে লেগে চলে যায় রহমানউল্লাহ গুরবাজের গ্লাভসে। ১০ রানে ফেরেন টাইগার ওপেনার। তিনে নেমে আজও ব্যর্থ হন শান্ত। ৫ বলে ২ রান করে ওমরজাইয়ের শিকার হন তিনি।
অভিষেক ম্যাচে খেলতে নেমে লড়াই চালাতে থাকেন সাইফ। তবে খারোটে সেটি করতে দেননি। তার বল লং অফে শট নিতে গিয়ে রশিদ খানের তালুবন্দি হন সাইফ। ফেরেন ৩৭ বলে ২৬ রান করে। এরপর দারুণ জুটি গড়েন মিরাজ ও হৃদয়।
১০১ রানের জুটি গড়ে রান আউটের শিকার হন হৃদয়। হৃদয় আউট হওয়ার আগে ৮৫ বলে ৫৬ রান করেন। পরে মিরাজ আউট হন ৬০ রানে। তার আউটের পর কেউ আর তেমন রান করতে পারেননি। শেষ পর্যন্ত ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ।
বিডি প্রতিদিন/এমআই