দুই দিন ধরে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অস্বাভাবিকভাবে পানি বাড়ছে। উজানে ঢলের কারণে পানি বাড়ছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় পদ্মা নদীতে পানি বেড়েছে ৬৫ সে.মি। সোমবার সকাল ৯টায় পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে পানির সমতল ছিল ১৮.৯৯ মিটার। গতকাল সকালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯.৬৪ মিটার। তবে পানি এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার পাঙ্খা পয়েন্টে পানির বিপৎসীমা ধরা হয় ২২.০৫ মিটার।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, ভারতে ঢলের কারণে পানি বাড়ছে পদ্মা নদীতে। দু-তিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই।