রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনূর রশীদকে গ্রেপ্তার করে রিমান্ড ও পরবর্তীতে জেলহাজতে প্রেরণের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে। গতকাল পার্টির মুখপাত্র মো. শফিকুল ইসলাম শফিক এক বিবৃতিতে এ দাবি জানান। তিনি বলেন, রাজনৈতিকভাবে দমনের উদ্দেশ্যে কাজী মামুনকে কারাগারে আটক রাখা হয়েছে। যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। শুধু পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওই ব্যক্তির বাংলাদেশ আগমনের সময় তিনি আতিথেয়তা করেছেন মাত্র।
ওই ব্যক্তির কোনো উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড থেকে থাকলে তার দায় কাজী মামুনের ওপর বর্তায় না।
তিনি আরও বলেন, জাপা মহাসচিবকে আটকের চার দিন পর কোনো কারণ ছাড়াই পার্টির যুগ্ম মহাসচিব রিফাতুল ইসলাম পাভেলকেও আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা অবিলম্বে জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ ও যুগ্ম মহাসচিব রিফাতুল ইসলাম পাভেলের নিঃশর্ত মুক্তি দাবি করছি। অন্যথায় জাতীয় পার্টির নেতা-কর্মীরা রাজপথে সংগ্রামের মাধ্যমে দলীয় নেতাদের মুক্ত করবে।