ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে আয়োজন করা হয় নৌকাবাইচ প্রতিযোগিতা। দর্শকের ঢল নামে এ উৎসবে। মঙ্গলবার বিকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা এলাকায় এ নৌকাবাইচ আয়োজন করে কুচনী-বুড্ডা গ্রামবাসী। হাজারো দর্শকে মুখরিত হয়ে ওঠে তিতাসপাড়ের এ জনপদ। স্থানীয়রা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে অগণিত মানুষের সমাগম হয় উৎসবে। প্রথম স্থান অর্জন করেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুরের নৌকা শাপলা বয়েজ ক্লাব।
দ্বিতীয় স্থান নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডার শেখ বয়েজ ক্লাব ও তৃতীয় স্থান অর্জন করেন এক্তারপুরের মুজিবুর রহমান ভূঁইয়ার নৌকা।