অন্তর্বর্তী সরকারের ঘোষিত প্রধান তিনটি কাজ হচ্ছে- সংস্কার, বিচার এবং নির্বাচন। এগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারলে স্বভাবতই তার সাফল্য প্রশ্নবিদ্ধ হবে। গণ অভ্যুত্থানের স্বপ্ন-আকাক্সক্ষা পূরণ ও জুলাইয়ের চেতনা বাস্তবায়ন অসম্পূর্ণ থেকে যাবে। হাজারো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মানুষের অন্ধত্ব, পঙ্গুত্ববরণ অর্থহীন হবে। এটা কোনো দেশপ্রেমী মানুষের কাম্য নয়। জাতি চায় বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাদের অগাধ বিশ্বাস ও ভরসার মর্যাদা রক্ষা করবে- তাদের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে। বলাই বাহুল্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনরায় নিয়ে গঠিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তরই এ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মূলত সেটাই হতে পারে সাফল্য-ব্যর্থতা নির্ণয়ের মাপকাঠি। এ প্রেক্ষাপটেই অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি বলেন, ‘আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হোক। আশা করি, সরকার তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং দেশের জন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে’। এ আশাবাদ এবং ঐকান্তিক কামনা গোটা জাতির। কারণ নির্বাচিত সরকার না থাকায় অর্থ-বাণিজ্য-বিনিয়োগ নানা ক্ষেত্রে গতিশীলতা বিঘ্নিত হচ্ছে। নতুন কর্মসংস্থান হচ্ছে না, বরং অনেক মানুষ কর্মচ্যুত হচ্ছে। অনেক শিল্পকারখানা উৎপাদনের ধারা অব্যাহত রাখতে পারছে না। এসব ছায়া ফেলছে ড. ইউনূসের সরকারের ওপর। জনপ্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশা বাড়ছে জনমনে। আশা করি, এ গ্লানির কালিমা অন্তর্বর্তী সরকার তার গায়ে লাগতে দেবে না। বরং একটা অবাধ, সুষ্ঠু, সর্বজনগ্রাহ্য ‘ইতিহাসের সেরা’ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সাফল্যের উজ্জ্বল তকমা নিয়ে দায়িত্ব হস্তান্তর করবে। জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এ স্বল্পকালের সরকারকে। নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকারের অসম্পূর্ণ কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করবে। স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানবিক মর্যাদা সমুন্নত রেখে, দেশের উন্নয়ন এবং জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করবে। মজবুত হবে গণতন্ত্রের ভিত।
শিরোনাম
- হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ
- স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
- এখন গণভোট আয়োজন জাতীয় নির্বাচনকে পেছানোর প্রয়াস: সালাহউদ্দিন আহমদ
- ফার্মগেটে হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
- জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করলেন খালেদা জিয়া
- ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি শ্রমিক নিহত
- শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- ইসরায়েলি কারাগারে বিনাবিচারে ফিলিস্তিনির মৃত্যু
- লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সাথে বাসস চেয়ারম্যানের মতবিনিময়
- গাজা যুদ্ধবিরতি ইস্যু, বৈঠকে যোগ দিতে মিসরে উইটকফ-কুশনার
- ট্রাম্পের নির্দেশে ইলিনয় পৌঁছেছে ২০০ সৈন্য
- চাকসু নির্বাচনে ইশতেহারে শিবির প্যানেল ৩৩ সংস্কার, ছাত্রদল ৬৯
- আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ
- আরও ৫ মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল
- গুপ্তচরবৃত্তির অভিযোগে বুরকিনা ফাসোতে আট এনজিও কর্মী গ্রেফতার
- পরীক্ষা করা হবে বাস চালক ও শ্রমিকদের চোখ
- সাবেক মন্ত্রী বীর বাহাদুরের ১৩ কোটি টাকার সম্পদ জব্দ
- রসায়নে নোবেল বিজয়ী কে এই ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর?
- জাপানে সুপারমার্কেটে ভালুকের আক্রমণ, আহত ২
- ইকুয়েডর প্রেসিডেন্টের গাড়িতে হামলা
সরকার সফল হোক
জাতির ঐকান্তিক কামনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর