মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন গাজা পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নিতে মিসরের শারম আল-শেইখে পৌঁছেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। তাদের আগমনসংক্রান্ত ভিডিও ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে।
ট্রাম্প প্রশাসনের এই দুই প্রভাবশালী আলোচক অবরুদ্ধ গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি নিয়ে চলমান আলোচনায় অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের লক্ষ্য গাজায় যুদ্ধ বন্ধ করা ও আটক সব জিম্মিকে মুক্ত করা।
ইসরায়েলের চ্যানেল ১২–এর এক প্রতিবেদনে মঙ্গলবার একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, উইটকফ ও কুশনার মিসর ছেড়ে যুক্তরাষ্টে ফিরবেন না, যতক্ষণ পর্যন্ত হাতে কোনও চূড়ান্ত চুক্তি না আসে।
স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার, দু’জনেই ট্রাম্পের মার্কিন মধ্যপ্রাচ্য নীতির ঘনিষ্ঠ স্থপতি হিসেবে পরিচিত। বিশেষ করে কুশনার ২০২০ সালের তথাকথিত ‘আব্রাহাম চুক্তি’—ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্যোগের অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন।
এবার ট্রাম্পের গাজা পরিকল্পনার অংশ হিসেবে তাদের মিসর সফরকে কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এতে যুক্তরাষ্ট্র নতুন করে মধ্যস্থতার ভূমিকা নিতে চায়- বিশেষ করে যুদ্ধবিরতি, পুনর্গঠন ও গাজার জিম্মি বিনিময় বিষয়ে। সূত্র: টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/একেএ