গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধূ ও পাবনা শহরে আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর-
গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার ডুমুরগাছা এলাকা থেকে মঙ্গলবার রাতে মুন্নি বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। মুন্নি ওই এলাকার তুহিন মিয়ার স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দিবাগত রাতে পরিবারের সদস্যরা মুন্নি বেগমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
পাবনা : শহরের রয়েল প্যালেস হোটেল থেকে গতকাল স্বাধীন সরকার (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। স্বাধীন সরকার সিরাজগঞ্জ জেলার কাজীপুর গজাইল গ্রামের গাজী শাহজাহানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার হোটেলে থাকার জন্য রুম ভাড়া নেন স্বাধীন। ওসি) আবদুল সালাম বলেন, লাশ উদ্ধার করে থানা মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।