দেশের জনপ্রিয় নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস বাজারে নিয়ে এলো রামেন নুডলস। সোমবার রাজধানীর বাড্ডায় মিস্টার নুডলস এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন পণ্যের মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।
রামেন ক্যাটাগরির নুডলস এশিয়ান ফুড লাভারদের কাছে ব্যাপক জনপ্রিয়। বর্তমানে দেশে রামেন নুডলস বিদেশি ব্র্যান্ডের দখলে। তবে মিস্টার নুডলস এর কারখানায় আন্তর্জাতিক মানের এই রামেন নুডলস উৎপাদন হচ্ছে। ভোক্তাদের চাহিদা ও পছন্দের কথা বিবেচনায় চারটি ভ্যারিয়েন্টের রামেন বাজারে আনা হয়েছে।
পণ্যগুলো হলো- রামেন চিজ, কার্বোনারা, হট চিকেন ও হট চিকেন টুএক্স স্পাইসি। প্রতিটি ৮৫ গ্রামের নুডলসের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা যা বাজারে সবচেয়ে আকর্ষণীয় দামে সরবরাহ করছে মিস্টার নুডলস।
অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা বলেন, “মিস্টার নুডলস সব সময় ভোক্তাদের চাহিদা অনুযায়ী নতুন পণ্য এবং বিশ্বের জনপ্রিয় সব রেসিপির নুডলস ভোক্তার হাতে পৌছে দেয়ার চেষ্টা করে যাচ্ছে। মানসম্মত পণ্য ও চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের কারণে মিস্টার নুডলস ভোক্তাদের কাছে প্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। নতুন ধরনের এই নুডলস যুক্ত হওয়ায় ব্র্যান্ডটির অবস্থান আরও মজবুত হবে বলে আশা করছি”।
মিস্টার নুডলস এর উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম মঈনুল ইসলাম মঈন বলেন, “আমাদের লক্ষ্য সবসময় ভোক্তাদের আন্তর্জাতিক মানের পণ্য সাশ্রয়ী দামে পৌঁছে দেওয়া। বর্তমানে রামেন নুডলস বাজার বিদেশী ব্র্যান্ডের দখলে এবং দামও অনেক বেশি। মিস্টার নুডলস সেই পরিস্থিতি বদলে দিতে চায়। এখন দেশের মানুষ সহজলভ্য মূল্যে প্রিয় রামেন উপভোগ করতে পারবেন। নতুন ধরনের নুডলস ভোক্তাদের আরও বৈচিত্র্যময় স্বাদ উপহার দেবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, ডেইলি শপিং, বেস্ট বাই, স্বপ্নসহ বড় বড় সুপার স্টোর ও মুদি দোকানের পাশাপাশি ই-কমার্স সাইট অথবাডটকমসহ বিভিন্ন অনলাইন থেকেও মিস্টার নুডলসের রামেন নুডলস পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মিস্টার নুডলস এর জেনারেল ম্যানেজার তোষন পাল, হেড অব সেলস আব্দুল্লাহ আল মাসুম ও অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) আলিফ তালুকদার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা