গাইবান্ধার ফুলছড়িতে রেগুলেটর নির্মাণ ও খাল সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার কালির বাজার বটতলা এলাকায় ‘জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটি’র উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির আহ্বায়ক রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মোস্তাফিজার রহমান মুকুল, কৃষক সমিতির জেলা সভাপতি সাদেকুল ইসলাম মাস্টার, আব্দুল্লাহ সরকার, ইউনুস আলী, রানু সরকার, উত্তম বর্মন ও সাধন চন্দ্র প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার উদাখালি, উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা থাকার কারণে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় জলাবদ্ধতা নিরসনের জন্য ওয়াপদা বাঁধে রেগুলেটর নির্মাণ এবং উদাখালি খাল সংস্কারের দাবি জানান তারা।
সমাবেশ শেষে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে গত বছরের ২৮ অক্টোবরও কৃষকরা গণস্বাক্ষরসহ একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডে স্মারকলিপি প্রদান করেছিলেন। তবে এখনো রতনপুর রেগুলেটর নির্মাণ ও উদাখালি খাল সংস্কার কার্যক্রম শুরু হয়নি, ফলে কৃষকদের দুর্ভোগ অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল