বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগের সূচনালগ্নের অন্যতম নায়ক আমিনুল ইসলাম বুলবুল। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট বিভাগের সঙ্গে কাজ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর আজ নিজের প্রথম সংবাদ সম্মেলনে দেশের ক্রিকেট উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, ‘আমি ক্রিকেট ডেভেলপমেন্টের (উন্নয়নের) প্রেমে পড়েছি। যারা নির্বাচিত হয়েছেন বা হননি, সবাইকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। ’
নতুন বোর্ডের পরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে ধারণা দিতে তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটি নতুন বোর্ড পেয়েছি। আগামী চার বছরে বাংলাদেশের ক্রিকেটকে কোথায় দেখতে চাই, সেই পরিকল্পনা আমরা এখনই শুরু করব। আমাদের ক্রিকেটকে কীভাবে আরও সামনে এগিয়ে নেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করবো।’
সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বুলবুল। তিনি বলেন, ‘২৫ জনের যে দল নির্বাচিত হয়েছে, তারা সবাই দেশের ক্রিকেটের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ’
বুলবুল বিশ্বাস করেন, মাঠের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব হবে।
সোমবার রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে পরিচালক পদের নির্বাচনের পর অনুষ্ঠিত হয় সভাপতি নির্বাচন। আগেই অনুমান করা হচ্ছিল, সভাপতি হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন বুলবুল। কারণ তার প্রধান প্রতিদ্বন্দ্বী তামিম ইকবাল নির্বাচনের কয়েকদিন আগে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এরপর নির্বাচনেও বুলবুলকে কেউ চ্যালেঞ্জ করেননি। ফলে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।
এর আগে গত ৩০ মে প্রথমবার বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। চার মাসের অন্তর্বর্তীকালীন দায়িত্ব সফলভাবে শেষ করে এবার নির্বাচনের মাধ্যমে পূর্ণ চার বছরের মেয়াদে দেশের ক্রিকেট বোর্ডের নেতৃত্বে আসলেন তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত